Please Don't Copy My Images And Articles. Powered by Blogger.
Home » , » আমার মাথা নত করে দাও হে তোমার – রবীন্দ্রনাথ ঠাকুর,Ami tomar preme hobo sabar kalanka bhagi,Dariye achho tumi amar ganer opare

আমার মাথা নত করে দাও হে তোমার – রবীন্দ্রনাথ ঠাকুর,Ami tomar preme hobo sabar kalanka bhagi,Dariye achho tumi amar ganer opare

1. Amar matha nato kore dao he tomar

আমার মাথা নত করে দাও হে তোমার – রবীন্দ্রনাথ ঠাকুর

 
আমার মাথা নত করে দাও হে তোমার
চরণধুলার তলে ।
সকল অহংকার হে আমার
ডুবাও চোখের জলে ।
নিজেরে করিতে গৌরব দান
নিজেরে কেবলই করি অপমান,
আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া
ঘুরে মরি পলে পলে ।
সকল অহংকার হে আমার
ডুবাও চোখের জলে ।

আমারে না যেন করি প্রচার
আমার আপন কাজে ;
তোমারি ইচ্ছা করো হে পূর্ণ
আমার জীবন-মাঝে ।
যাচি হে তোমার চরম শান্তি
পরানে তোমার পরম কান্তি
আমারে আড়াল করিয়া দাঁড়াও
হৃদয়পদ্মদলে ।
সকল অহংকার হে আমার
ডুবাও চোখের জলে ।


2. Krishnakoli
কৃষ্ণকলি

কৃষ্ণকলি আমি তারেই বলি,
কালো তারে বলে গাঁয়ের লোক।
মেঘলাদিনে দেখেছিলেম মাঠে
কালো মেয়ের কালো হরিণ-চোখ।
ঘোমটা মাথায় ছিলনা তার মোটে,
মুক্তবেণী পিঠের ‘পরে লোটে।
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।

ঘন মেঘে আঁধার হল দেখে
ডাকতেছিল শ্যামল দুটি গাই,
শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে
কুটির হতে ত্রস্ত এল তাই।
আকাশ-পানে হানি যুগল ভুরু
শুনলে বারেক মেঘের গুরুগুরু।
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।

পূবে বাতাস এল হঠাত্‍‌ ধেয়ে,
ধানের ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ।
আলের ধারে দাঁড়িয়েছিলেম একা,
মাঠের মাঝে আর ছিল না কেউ।
আমার পানে দেখলে কিনা চেয়ে,
আমি জানি আর জানে সেই মেয়ে।
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।

এমনি করে কাজল কালো মেঘ
জ্যৈষ্ঠমাসে আসে ঈশান কোণে।
এমনি করে কালো কোমল ছায়া
আষাঢ়মাসে নামে তমাল-বনে।
এমনি করে শ্রাবণ-রজনীতে
হঠাত্‍‌ খুশি ঘনিয়ে আসে চিতে।
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।

কৃষ্ণকলি আমি তারেই বলি,
আর যা বলে বলুক অন্য লোক।
দেখেছিলেম ময়নাপাড়ার মাঠে
কালো মেয়ের কালো হরিণ-চোখ।
মাথার পরে দেয়নি তুলে বাস,
লজ্জা পাবার পায়নি অবকাশ।
কালো? তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ-চোখ।



3. Eso he Boishakh eso eso
এসো হে বৈশাখ এসো এসো

এসো, এসো, এসো হে বৈশাখ
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক
যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি,
অশ্রুবাষ্প সুদূরে মিলাক।
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা
রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি,
আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ
মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক।


4. Dariye achho tumi amar ganer opare

দাঁড়িয়ে আছ তুমি আমার
                     গানের ওপারে।
আমার    সুরগুলি পায় চরণ, আমি
                     পাই নে তোমারে।

  বাতাস বহে মরি মরি
  আর বেঁধে রেখো না তরী,
  এসো এসো পার হয়ে মোর
            হৃদয়-মাঝারে।

  তোমার সাথে গানের খেলা
            দূরের খেলা যে,
  বেদনাতে বাঁশি বাজায়
            সকল বেলা যে।
  কবে নিয়ে আমার বাঁশি
  বাজাবে গো আপনি আসি,
  আনন্দময় নীরব রাতের
            নিবিড় আঁধারে।


5. Ami tomar preme hobo sabar kalanka bhagi

আমি    তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী।
আমি    সকল দাগে হব দাগি॥

তোমার পথের কাঁটা করব চয়ন,    যেথা তোমার ধুলার শয়ন
     সেথা আঁচল পাতব আমার-- তোমার রাগে অনুরাগী॥

আমি    শুচি-আসন টেনে টেনে     বেড়াব না বিধান মেনে,
     যে পঙ্কে ওই চরণ পড়ে তাহারি ছাপ বক্ষে মাগি॥
Share this article :

Post a Comment