Please Don't Copy My Images And Articles. Powered by Blogger.

Proshno Poem

Proshno Poem 
মা গো, আমায় ছুটি দিতে বল্‌,

        সকাল থেকে পড়েছি যে মেলা।

এখন আমি তোমার ঘরে ব'সে

        করব শুধু পড়া-পড়া খেলা।

তুমি বলছ দুপুর এখন সবে,

        নাহয় যেন সত্যি হল তাই,

একদিনও কি দুপুরবেলা হলে

        বিকেল হল মনে করতে নাই?

আমি তো বেশ ভাবতে পারি মনে

        সুয্যি ডুবে গেছে মাঠের শেষে,

বাগ্‌দি-বুড়ি চুবড়ি ভরে নিয়ে

        শাক তুলেছে পুকুর-ধারে এসে।

আঁধার হল মাদার-গাছের তলা,

        কালি হয়ে এল দিঘির জল,

হাটের থেকে সবাই এল ফিরে,

        মাঠের থেকে এল চাষির দল।

মনে কর্‌-না উঠল সাঁঝের তারা,

        মনে কর্‌-না সন্ধে হল যেন।

রাতের বেলা দুপুর যদি হয়

        দুপুর বেলা রাত হবে না কেন।
Share this article :

Post a Comment